গঙ্গাচড়ায় ৩৫ টাকা কেজি মূল্যে আলু বিক্রির উদ্বোধন
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে খোলাবাজারে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় খোলা ট্রাকে বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এদিকে খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু কিনতে পেরে অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আলু কিনতে আসা আলাল মিয়া বলেন, বাজারে ৪৫-৫০ টাকা আলু কিনতে হচ্ছে। এখানে ৩৫ টাকা কেজি দরে আলু কিনতে পারছি। তাতে প্রতি কেজিতে ১০-১৫ টাকা সাশ্রয় হচ্ছে।
উদ্বোধন কালে উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুল মতিন অভি, রাজু আহমেদ শিবুল, মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।