২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

গঙ্গাচড়ায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে ইউএনও'র মনিটরিং

আমাদের প্রতিদিন
10 months ago
268


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি  অধিদপ্তর কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বাজারের  আমিনুল হক ট্রেডার্সসহ কয়েকটি সার ডিলারের গুদামঘর মনিটরিং করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা।এসময় তারা সরকারের নির্দেশনা অনুযায়ী সার উত্তোলন,মজুদ ও বিপণন ব্যবস্থা তদারকি করে সার নিতে আসা কৃষকদের সাথে কথা বলেন।

এছাড়া কৃষক সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারছেন কি না তাও খতিয়ে দেখেন।  গঙ্গাচড়া সদর ইউনিয়নের কৃষক মোজাম্মেল হক বলেন, কর্মকর্তারা এভাবে সার মনিটরিং করলে আমরা ন্যয্যমূল্যে সারা বছর সার পাবো। এতে আমদের খুব উপকার হচ্ছে। সারের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে  না। এটি অব্যাহত রাখতে অনুরোধ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা  বলেন, নিয়মিত সার গুদাম পরিদর্শন করছি। সরকার নির্ধারিত মুল্যে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করতে আমাদের তদারকি আরো জোরদার করেছি। সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে। এছাড়া সার নিয়ে আমরা কৃষক, ডিলার , জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সচেতন করছি।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এখানে সারের কোন সংকট নেই।  সেই সাথে তিনি ডিলারের দোকানে সারের খুচরা মূল্য সম্বলিত সাইনেবোর্ড দেখে সার ক্রয় করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। মনিটরিং কালে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,  মেসার্স আমিনুল হক ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আমিনুল হক, ইউপি সদস্য আব্দুল মতিন অভি, গঙ্গাচড়া সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সায়েদুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth