ডোমারে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় স্থানান্তর করণের শুভ উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডোমার এজেন্ট আউটলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় স্থানান্তর করণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ০৯ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
ডোমার এজেন্ট আউটলেট ইনচার্জ শাকিল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, দেবীগঞ্জ শাখা ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ডোমার উপজেলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম ২০১৮ সালের ১৭ জানুয়ারী আউটলেট শাখার উদ্বোধনের মধ্যে দিয়ে সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২য় তলায় অফিস স্থানান্তর করণের উদ্বোধন অনুষ্ঠিত হলো।