২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

লালমনিরহাটে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রশিক্ষণ

আমাদের প্রতিদিন
10 months ago
440


আঞ্চলিক প্রতিনিধি:  

লালমনিরহাটে শুক্রবার দিনব্যাপি একীভূতকরণের কৌশল : শিখন- শেখানো এবং মূল্যায়ন " বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলার খোর্দ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে।  এসময় মো: হামিদুল হক, ড. নুরুল আমিন চৌধুরী ,পরিচালক (প্রকিউরমেন্ট) ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), উপপরিচালক (পরিকল্পনা উন্নয়ন), মো: মুজাহিদুল ইসলাম উপপরিচালক, রংপুরসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প ও RTI International এর সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে সদর উপজেলার ২৯ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সহায়ক ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,  মোঃ রিয়াজুল ইসলাম ও খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আলেয়া ফেরদৌসী। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প প্রতিনিধি জনাব নির্মল রায়।

সবাই মিলে শিখি প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের প্রধানত প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, তাদের যোগ্যতা অর্জন ও  অংশীজনের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টির মাধ্যমে তাদের শিখন মান উন্নয়নে কাজ করছে। এ প্রকল্পটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অনুমোদনক্রমে  ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ৯টি জেলার ১৬টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাসরি কার্যক্রম পরিচালনার পাশাপাশি আরো ২০টি উপজেলাসহ মোট ৩৬ টি উপজেলার মোট ৫ হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ হাজারের অধিক শিক্ষক বৃন্দকে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানে সহায়তা করছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়