৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমাদের প্রতিদিন
10 months ago
187


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে কাশিয়াবাড়ি টিয়া পাখি একাদশ  বনাম কামদিয়া সাকিব একাদশ দল।

আজ শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, রানীগঞ্জ নবরাগ যুব সংঘ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।

এ সময় আয়োজক কমিটির পরিচালক জোবায়ের খন্দকার, জয়নুল আবেদিন ও মশিউর রহমান সহ স্থানীয় ফুটবল প্রেমীবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  জামিলুর ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth