গঙ্গাচড়ার কোলকোন্দে বায়ো ফর্টিফাইড পণ্য নিয়ে টেস্ট মার্কেট ক্যাম্পেইন অনুষ্ঠিত
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় পশ্চিমপাড়ায় বায়ো ফর্টিফাইড পণ্য নিয়ে টেস্ট মার্কেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ নভেম্বর) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশন এর আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহাযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়ীত এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাস্তবায়নে ও জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন খাদ্য'র চাষাবাদ, পোকা দমন ও রান্না করে খাবার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মোস্তারি। আরো বক্তব্য রাখেন ইএসডিও জানো প্রজেক্টর এপিএম মাসুদ রানা, ইউএনসিসির সদস্য সাংবাদিক আব্দুল বারী স্বপন, গঙ্গাচড়া বাজার বণিক সমিতির সভাপতি নওফেল ইসলাম, সদস্য ইউসুফ আলী, বসুন্ধরা মালট্রি ফুড প্রডাক্ট লিমিডেটের ডিলার মোসাদ্দেকুর রহমান, কৃষক মিজানুর রহমান, নুরুন্নবী, কৃষাণী জীবন নেছা প্রমূখ। কৃষক মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে ও জানো প্রজেক্টের উপজেলা ম্যানেজার খোকন মিয়ার উপস্থাপনায় জানোর এফও নয়ন মিয়া, সিভি আঞ্জুমানারা বেগম মিনি, শিক্ষক শারমিন সুলতানা বৃষ্টিসহ এলাকার শতাধিক কৃষক-কৃষাণী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।