মোহনা টেলিভিশনের ১৪ বছরে পথচলায় নাগেশ্বরীতে কেক কাটা ও আলোচনাসভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলার প্রতিচ্ছবি, মোহনা টেলিভিশনের ১৪ বছরে পথচলায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় কুড়িগ্রাম প্রতিনিধির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোর এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণ এর উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, মাইটিভির নাগেশ্বরী প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি ডা. শেখ মো. নুর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।