২২ আশ্বিন, ১৪৩১ - ০৭ অক্টোবর, ২০২৪ - 07 October, 2024

অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন আরপিএমপি কমিশনার

আমাদের প্রতিদিন
10 months ago
292


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে  গতকাল রোববার পুলিশ কমিশনার  মোঃ মনিরুজ্জামান অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক ও কাজী মুত্তাকী ইবনু মিনান  এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ শাহ নূর আলম পাটওয়ারী মহোদয়কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাংক ব্যাজ পরিধানের পর তারা রোববার নগরীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি  মোঃ আবু বকর সিদ্দীক এর সহধর্মিনী  মোছাঃ সুরাইয়া ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)  উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ)  মোঃ আবু মারুফ হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth