পীরগাছায় প্রতিবন্ধী নারীদের পানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় পোড়া জনিত প্রতিবন্ধী নারীদের পানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পীরগাছার পারুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা হয়।
ভয়েজ এন্ড ভিউজ এবং জাগরণ প্রতিবন্ধী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
জাগরণ প্রতিবন্ধী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি খাদিজা পারভীনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, ইউপি সচিব মতিনুজ্জামান, প্রেসক্লাব সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ইউপি সদস্য নুর মোহাম্মদ, নুরুল আমিন, রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি নুর আলম, অগ্রযাত্রা প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্বাস আলী প্রমুখ। নেটওয়াকিং সভায় আগুনে পোড়া প্রতিবন্ধীদের পানি ব্যবহারসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। রংপুর জেলা ভয়েজ এন্ড ভিউজ কার্যক্রমে জাগরণ প্রতিবন্ধী ও শিশু উন্নয়ন সংস্থা দীর্ঘনি থেকে সহযোগী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে বলে সভায় জানানো হয়।