ডোমারে সামাজিক সুরক্ষার আওতাধীন সকল উপকারভোগী জনসাধারণের সঙ্গে এমপি আফতাব এর মতবিনিময় সভা
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের ইউপিসি হতে তুহিন বাজার ভায়া বুড়িরহাট ভায়া বক্করের মোড় পর্যন্ত রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধনসহ ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতাধীন সকল উপকারভোগী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
সোমবার ১৩ নভেম্বর সকাল ১১ টায় ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০ নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
৮নং ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রশিদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, ০৯ নং সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য শহিদ আহমেদ শান্তু, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম প্রমুখ।
১০ নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকার উপকারভোগী এলাকার হাজার হাজার আপামর জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন আজকে শেখ হাসিনা সরকারের আমলে দেশ যেভাবে উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিএনপি জামায়াতের দোসররা প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, আজকে শেখ হাসিনাকে গোটা বিশ্ব চেনে এবং জানে তার উন্নয়নের প্রশংসা করেছে এবং বলেছে ফলো বাংলাদেশ ফলো শেখ হাসিনা। বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে চলেছে তাই স্মার্ট বাংলাদেশে বির্নিমানে পূর্ণরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পূর্ণরায় ক্ষমতায় এনে উন্নয়নের ধারাকে অব্যহত রেখে স্মার্ট বাংলাদেশে বির্নিমানের আহবান জানান।