২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

বেরোবি অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
116


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর অর্থনীতি বিভাগের এমএসএস ২০২১-২২ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর, ২০২৩) রাতে রংপুরের ইসলামবাগে অবস্থিত স্কাই লন কনফারেন্স সেন্টারে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের অনেক অগ্রগতি হয়েছে। সেশনজট নিরসন, বেরোবি শিক্ষার্থীদের মূল সনদপত্র প্রদান, শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষাজীবন শেষে ছাত্রছাত্রীরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জহীর উদ্দিন আহমদ।

এছাড়াও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বেলাল উদ্দিন, কাজী নেওয়াজ মোস্তফা, ইকোনমিকস্ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ লিটন হোসেনসহ বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অর্থনীতি বিভাগের এমএসএস ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth