২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন অভিযুক্ত গ্রেফতার

আমাদের প্রতিদিন
10 months ago
94


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সদরে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে তপন চন্দ্র রায় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তপন চন্দ্র রায় সদরের হরতকলিতলা ঘোনপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে।

গত (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধীকে অনেকদিন ধরে টাকা দিয়ে আসতেছে গত ১২ নভেম্বরে টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে হামিদুলের গোসলখানায় তাকে জোড় পৃর্বক ধর্ষক করে। ভুক্তভোগীর মা টাকা কোথায় পেয়েছে জিঙ্গেস করলে ভুক্তভোগী তার মাকে সব খুলে বলে।পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ঘটনার পরে আসামী পলাতক ছিলো গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তপন চন্দ্র রায়কে গ্রেফতার করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth