২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

হরতালের সমর্থনে পলাশবাড়ীতে বিএনপির মিছিল

আমাদের প্রতিদিন
9 months ago
60


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের জামেরতল হতে রাইসমিল পর্যন্ত সড়কে বিএনপির ডাকা টানা আট চল্লিশ ঘন্টা হরতালের প্রথম দিনে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব সরকার বকুলের নেতৃত্বে পৌর বিএনপি, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদল, ছাত্রদল, জাসাসের নেতাকর্মীরা এ মিছিল ও পিকেটিং করেন।

অপরদিকে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের নেতৃত্বে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে ঢাকা রংপুর মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করে। এতে পুলিশের কঠোর অবস্থানের কারণে গ্রেফতার এড়াতে মহাসড়ক হতে পিছু হঠে বিএনপির নেতাকর্মীরা। উপজেলা জুড়ে যে কোন আইন শৃংখলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহন করেছে পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীরা সদস্যরা।উক্ত ঝটিকা মিছিলে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ সহ যুবদল,ছাত্রদল,শ্রমিকদল নেতাদের সামনের সারিতে দেখা যায়।

সর্বশেষ

জনপ্রিয়