৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

লালমনিরহাটে যুবদল নেতা আটক

আমাদের প্রতিদিন
10 months ago
60


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাসেল মিয়া (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) বিকালে আটকের সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির।

আটককৃত রাসেল মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার মৃত আঃ বাছেদ আলীর ছেলে। তিনি চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেল মিয়ার বিরুদ্ধে অবরোধের নামে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী শ্লোগান, নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে। এমন অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth