১নং মমিনপুর ইউনিয়নে পাল্টে গেছে সেবার চিত্র
পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার , ১ নং মমিনপুর ইউনিয়ন পরিষদের আলহাজ্ব মিনহাজুল ইসলাম (চেয়ারম্যান) নিবার্চিত হাওয়ায় পর থেকে পাল্টে গেছে মমিনপুর ইউনিয়ন পরিষদের সেবার চিত্র। নির্বাচিত হাওয়ায় পর থেকে এখন পর্যন্ত অনেক গুলো উন্নায়ন মুলক কাজ করে আসতেছেন। তিনি নির্বাচিত হাওয়ায় পর থেকে ১ নং মমিনপুর ইউনিয়নের রাস্তা সলিং, রাস্তা কার্পেটিং, ব্রীজ, মসজিদ, কবরস্থান, মন্দির ও শসান সহ বিভিন্ন সামাজিক উন্নায়ন মুলক কাজ করে আসতেছে (চেয়ারম্যান) আলহাজ্ব মিনহাজুল ইসলাম । নারী, শিশু, বয়স্ক কিংবা প্রতিবন্ধীগন মমিনপুর ইউনিয়ন পরিষদের এসে এখন নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন, সমস্যা কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রত ব্যবস্থা নেয়া হচ্ছে। (চেয়ারম্যান) নির্বাচিত হাওয়ায় পর থেকে এখন পর্যন্ত অনেক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ড সহ মাতৃকালীন ভাতা ৯ টি ওর্য়াডে মাইকিন করে জনসাধারণের মাঝে বিতারণ করা হয়।করোনাকালে (চেয়ারম্যান) নিজের পক্ষে থেকে জনসাধারণের মাঝে ত্রান বিতারণ করেন। আলহাজ্ব মিনহাজুল ইসলাম (চেয়ারম্যান) বলেন আমার ইউনিয়নের জনসাধারণ জন্য দিন- রাত ২৪ ঘন্টা সেবার দ্বার উম্মুক্ত রাখার ঘোষণা করেন। (চেয়ারম্যান) নির্বাচিত হাওয়ায় পর থেকে বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া সহ মাদক সেবনের মতো অনেক ঘটনা কমে গেছে, তাই মানুষজন শান্তিতে জীবন যাপন করতে পারছে। প্রতিটি ওর্য়াডের পারিবারিক সমস্যার সমাধানে মমিনপুর ইউনিয়ন পরিষদের ডেকে এনে স্বামী - স্ত্রী উভয় পক্ষের মধ্যে কাউন্সিলিং পরামর্শ ও মোটিভেশন করা হয়। এতে বিচ্ছেদের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবারগুলো। ১ নং মমিনপুর ইউনিয়ন পরিষদকে একটি আলোকিত মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলতে চান (চেয়ারম্যান) আলহাজ্ব মিনহাজুল।(