২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

মনোনয়ন নিয়ে সমাজকল‌্যাণ মন্ত্রী ও তার ভাইয়ের দ্বন্দ্ব এবারে প্রকাশ‌্য রুপ নিলো

আমাদের প্রতিদিন
10 months ago
44


লালমনিরহাট প্রতিনিধি :

সমাজকল‌্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছোট মাহবুবুজ্জামান আহমেদের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব এবারে প্রকাশ‌্য রুপ নিলো। দুই ভাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের মনোনয়ন ফরম কিনেছেন।মাহবুবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

রোববার নেতাকর্মীদের নিয়ে গুলিস্থানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম কিনেন তারা।

সমাজকল্যাণমন্ত্রী ও তার ছোট ভাইয়ের একইসঙ্গে মনোনয়ন ফরম কেনায় আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্রু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, একই পরিবারের মাঝে দুই ভাইয়ের এমন দ্বন্দ্ব কাম্য নয়। এ জেলায় দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মাঝে রাজনৈতিক দ্বন্দ্ব চললে আসছে।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ-আদিতমারী দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসন। ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সরকারদলীয় নেতাকর্মীদের মাঝে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান এমপি নুরুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ  রয়েছেন আলোচনার কেন্দ্রে।

সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আশা করছি আমাকে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক দেবেন।

এছাড়া আদিতমারী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক ও আদিতমারী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধাও মনোনয়নপত্র তুলেছেন ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth