২৬ আশ্বিন, ১৪৩১ - ১১ অক্টোবর, ২০২৪ - 11 October, 2024

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রংপুর বিভাগে ২৭৩জন

আমাদের প্রতিদিন
10 months ago
391


ঢাকা অফিস:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। গত তিন দিন ধরে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি। এই তিন দিনে ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা।

এদিকে বিক্রির শুরুর দিন থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা।আজ সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন ফরম বিক্রির বিভিন্ন বুথ থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগে এখন পর্যন্ত ৬২৪টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭১টি, খুলনা বিভাগে ৩৭৪টি, বরিশাল বিভাগে ২৩০টি, রংপুর বিভাগে ২৭৩টি, রাজশাহী বিভাগে ৩৬৪টি ও ময়মনসিংহ বিভাগে ২৬৮টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আর সিলেট বিভাগে সবচেয়ে কম ১৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ চালু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth