১ চৈত্র, ১৪৩১ - ১৫ মার্চ, ২০২৫ - 15 March, 2025

ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
249


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ভলিবল কল্যাণ সংঘের আয়োজনে ও প্রজন্ম যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবু সায়াদ চৌধুরীর সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত টুর্নামেন্টে ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, চৌধুরী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ।

উক্ত টুর্নামেন্টে ধাওয়া হাকিমপুর দলকে পরাজিত করে পাঁচবিবি দল জয়লাভ করে। শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth