বর্তমান এমপিসহ আওয়ামী লীগের ১২ প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বর্তমান এমপি সহ ১২ জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। মনোনয়ন বিতরণের দলীয় ঘোষণার পর মনোনযন প্রত্যাশীরা নেতা-কর্র্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে নিয়ম মেনে মনোনয়ন পত্র উত্তোলন করেন। এ পর্র্যন্ত যারা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে শোনা যাচ্ছে তারা হলেন গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়মী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোকাদ্দেস আলী প্রধান বাদু, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান ফাহিয়ান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি এম এ শামীম, প্রকৌশলী শাহজাহান সিরাজ। তারা সকলেই নিজেদের যোগ্য মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধানের কাছে নৌকা মার্র্কা প্রত্যাশা করছেন।
উত্তরের ৮ জেলার প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংসদীয় এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ জন। এরমধ্যে অর্ধেক পুরুষ ভোটার ২লক্ষ ১৬ হাজার ৯৪৯ আর নারী ভোটার ২লক্ষ ২২ হাজার ৯৬৯ জন। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ এই আসনে সালে জাতীয় পাটি, ২০০১ সালে বিএনপি, ২০০৮ সালে আওয়ামী লীগ ও ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ২০১৮ সালে আবার আওয়ামীলীগ নির্বাচিত হয়।