২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কিশোরগঞ্জে ইউপিজি সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
1 year ago
234


কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে শীত নামতে শুরু করায় আগাম প্রস্তুতি হিসেবে ইউপিজির (হতদরিদ্র পরিবারের)১৫০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার (২৮ নভেম্বর)বিকেলে নিতাই পানিয়াল পুকুর ১ও ২ নং ওয়ার্ডের গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ও ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি)প্রোগ্রামের সহযোগিতায় খরের দারোগা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন,১ও ২ এর কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও শ্রী সূর্বত চন্দ্র বিশ্বাস,ব্র্যাকের জেলা সেক্টর স্পেশালিষ্ট (প্লোল্টি এন্ড লাইভষ্টক)অফিসার আকরাম  হোসেন,ব্র্যাক ইউপিজি প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক সাজেদুর রহমান,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর সেল্ ফ অফিসার মোখলেছুর রহমান।এতে আরো উপস্থিত ছিলেন,ইউপিজি প্রোগ্রামের আল মামুন,নুরুল ইসলাম,আফরোজা বেগম,ফারজানা বেগম ও গ্রাম সামাজিক শক্তি কমিটির সকল সদস্য প্রমুখ।উল্লেখ্য যে,কমিটির সদস্যরা অত্র এলাকার দানশীল ব্যাক্তিদের নিকট থেকে অর্থ সহায়তা সংগ্রহ করে শীতবস্ত্র হিসেবে  কম্বল বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth