ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মানুষিক প্রতিবন্ধি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী নাগেশ্বরী উপজেলার সীমান্ত শীলপাড়া বানিয়াটারী গ্রামে। নিহত ওসমান আলী (৬৩) ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কামারটারি গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনজন আরোহী নিয়ে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল এর ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।