নীলফামারী-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার
ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী। তফশিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বৃহত্তম রাজনৈতিক ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা দিতে ব্যস্ত। ৩০ (নভেম্বর) বৃহস্পতিবার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দুই দুই বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের পক্ষে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকীর বরাবরে জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারন জনগন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের দলীয় নেতাকর্মী, উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের জনগন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।