গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পত্র জমা দিলেন আতাউর রহমান
গাইবান্ধা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ সাঘাটা ফুলছড়ি নির্বাচনী এলাকায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা মনোনয়ন পত্র জমা দেন।এ সময় জাতীয় পার্টির অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সাঘাটা ও ফুলছড়ি সহকারী রিটার্নীং কর্মকর্তার কার্য্যালয় সুত্রে জানা যায়, সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন,আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মাহমুদ হাসান রিপন, , ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত ফারুক মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী, এইচ এম এরশাদ ও শামছুল আজাদ শীতল।