১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 year ago
339


ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায়  স্ত্রী হত্যার ঘটনায় স্বামী মাজহারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার (২৯ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে নীলফামারী র‌্যাব-১৩, সিপিসি-২ ও র‌্যাব-১১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। মাজহারুল ইসলাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি এলাকার বাসিন্দা। সে পেশায় একজন পল্লী চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গত ১৭ অক্টোবর স্ত্রী লাভলী আক্তারকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে মাজহারুল। এসময় গুরুত্বর অসুস্থ্য লাভলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত মাজহারুল।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth