২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

রৌমারীতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
10 months ago
154


রৌমারী(কুড়িগাম)প্রতিনিধি:

যোগাযোগের বেহাল অবস্থা, নদীভাঙ্গন প্রতিরোধ, বাল্যবিবাহ, ভূমিসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চৌকি আদালত, লাশঘর ও তথ্য অধিকার আইনসহ উপজেরার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকার, আজিজুর রহমান, ডেপুটি কমান্ডার শাহার আলী ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি নজরুল ইসলামসহ পাঁচ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল এনজিও ম্যানেজার বৃন্দ ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে উপজেলার রৌমারী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বন্দবেড় ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

রংপুর বিভাগী কমিশনার হাবিবুর রহমান জানান, নদী ভাঙ্গন শুরু হলে তাৎক্ষণিক ভাবে জিও ব্যাগের ব্যবস্থা করা এবং এ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড স্থায়ী ভাবে স্থাপন করা, লাশ ঘর দেওয়াসহ নানা বিষয়ে দ্রæত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth