বীরগঞ্জ পাক হানাদান মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।আজ বুধবার (৬ ডিসেম্বর) বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহীদের বেদিতে পুস্পার্ঘ অপন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মোনয়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বিমল দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাবেক যুগ্ন সম্পাদক শামীম ফিরোজ আলম, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতীক ও এফ এফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সস্মুখ যুদ্ধে অনেক মুক্তি যোদ্ধা শহীদ হন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু অবদান দেশের বিভিন্ন রনাঙ্গনে বীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধের ভূমিকা তুলে ধরা হয়।