২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুর পবিস-২ এর বকেয়া বিল আদায়ে জিএম’র নানা উদ্দ্যেগ

আমাদের প্রতিদিন
11 months ago
185


পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর  জেনারেল ম্যানেজার মোঃ খুরশীদ আলম বকেয়া আদায়ের মাস ঘোষাণা করেছেন। বর্তমানে রংপুর পবিস-২ এর প্রায় অনেক কোটি টাকা বিভিন্ন গ্রাহকদের কাছে বকেয়া রয়েছে। উক্ত বকেয়া আদায়ের সাথে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালায় ও বাংলাদেশ পল্লী বিদ্যুয়ান বোর্ড (বাপবিবোর্ড) এর নিদের্শনা মোতাবেক বকেয়া আদায়ের লক্ষ্যে জেনারেল ম্যানেজার মোঃ খুরশীদ আলম নানা পদক্ষেপ গ্রহন করেছেন। বকেয়া আদায়ের লক্ষ্যে গৃহিত পদক্ষেপ গুলো হলো ঃ জেনারেল ম্যানেজার প্রতিদিন সকাল বেলায় বকেয়া আদায়ের টিম বের করে দেন এবং দিন শেষে বকেয়ার অগ্রগতি সর্ম্পকে সংশ্রিষ্ট অফিসারদের কাছ থেকে প্রতিবেদন নেন, গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত মাইকিং করা হয়, গ্রাহকদের তালিকা অনুযায়ী বকেয়া আদায় কার হয়, লাইন বিছিন্ন সহ বকেয়া আদায়ের যাবতীয় কাজ করা হয়, মাসের ৫তারিখ এবং ১৫ তারিখ গ্রাহকদের বকেয়া সর্ম্পকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পর্যালোচনা সভা করা হয় , গ্রাহকরা যেন সহজেই বিল পরিশোধ করতে পারে এ জন্য ইতি মধ্যে বাপবিবোর্ড এর নিদের্শ মোতাবেক অনেকগুলো এজেন্ট পয়েন্ট খোলা হয়েছে এবং আরো প্রয়োজনীয় সংযোগ এজেন্ট খোলা হবে। গ্রাহক দের সেবার  মান বৃদ্ধির জন্য এলাকা ভিত্তিক মোটিভিশন সভা করা হয় এবং সমস্যা গুলো পরবর্তী সপ্তাহের মধ্যে সমাধান করা হয়”। গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় আগের তুলনায় বর্তমান রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সেবা অনেক ভালো এবং জেনারেল ম্যানেজার খুরশীদ আলম সহ  অনান্য অফিসার গন গ্রাহকদের প্রতি অনেক আন্তরিক হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তরে জেনারেল ম্যানেজার জানান আমরা বকেয়া বিল তুলার জন্য লিপলেট, মাইকিং,করা হয়। জেনারেল ম্যানেজার খুরশীদ আলম বলেন যেকোন জায়গায় যেকোন সময় ঝুকির্পূন লাইন চোখে পড়লে তাৎক্ষনিক ভাবে পল্লী বিদ্যুৎ সমিতি-২ অবহিত করার জন্য আহবান জানান।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth