পীরগঞ্জ ৬ আসনে নৌকা, লাঙ্গল এবং ট্রাক সমান তালে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে জমিয়ে আলোচনা না থাকলেও দলীয় নেতাকর্মীদের দৌড় ঝাপ অনেকটাই বেড়েছে।
রংপুর ২৪ পীরগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী নৌকা, নূরে আলম যাদু জাতীয় পাটি লাঙ্গল, সতন্ত্র সিরাজুল ইসলাম সিরাজ ট্রাক, সতন্ত্র তাকিয়া জাহান চৌধুরী কাচি, হুমায়ন এজাজ লেভিন এনপিপি আম, জাকারিয়া হোসেন বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি এবং মাহাবুল আলম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করলেও এখানে ৩ প্রার্থীর নেতাকর্মীদের দৌড় শুরু হয়েছে। অন্য প্রার্থীদের নেই তেমন প্রচারণা। কোন প্রতীকে কে কেমন ভোট দিবে সে বিষয়ে সাধারণ ভোটারদের ভোট নিয়ে কোন চিন্তা ভাবনা নেই। আবার অনেক ভোটারের ধারণা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেনা। অনেকই বলছে সকল দল অংশগ্রহণ করলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্তিতির হার বাড়ত।
পীরগঞ্জ ৬ আসনের কয়েকটি ইউনিয়ন ঘুরে জানাযায়, পীরগঞ্জে একদলীয় নির্বাচন হচ্ছে, নৌকা এবং ট্রাক একই দলের লোক এবং জাতীয় পাটিও মহাজোটের প্রার্থী সেই হিসাবে ভোট যাকেই দেবেন একই দলে ভোট যাবে বলে ভোটাগণ ধারণা করছেন।
নৌকা মার্কার প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে হিসাবে পীরগঞ্জে হাইস্কুল মাঠে তার জন্য ভোট চেয়ে গেছেন। অপরদিকে ট্রাক মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং প্রধানমন্ত্রীর ভাতিজী জামাই সেও সতন্ত্র হিসাবে নির্বাচন করছে। সাধারণ ভোটারগণ আওয়ামী লীগের দুই প্রার্থী কে কাকে ভোট দিবে বিষয়টি নিয়ে নানান চিন্তা ভাবনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় সিরাজ কে ভোট দিতে নিষেধ করেননি। তাছাড়াও স্পিকার সরকারের নানামুখী উন্নয়ন নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে। সিরাজও প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে বক্তব্য দিয়ে ভোট চেয়ে যাচ্ছেন।
একই সাথে জাতীয় পাটির নেতা নূরে আলম যাদু লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনের শেষ মুহুর্তে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের সময়কালে রংপুরে যে-সব উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন তুলে ধরে প্রচার প্রচারনা কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
অনেক ভোটার পীরগঞ্জে স্থানীয় এমপি হিসাবে সিরাজুল ইসলাম সিরাজ কে এগিয়ে নিতে গ্রাম পল্লীর লোকজনের সাথে বিভিন্ন কৌশলে বা ভোট চেয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনে মহিলা ভোটারদের উপস্তিতির হার বেশি হতে পারে, ভোট কেন্দ্রে সবমিলিয়ে নৌকা, লাঙ্গল এবং ট্রাক সমান তালে রয়েছে বলে এখানকার ভোটারগণ ধারণা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, পীরগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ২ শত ৫২, মহিলা ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪ শত ৯৮ এবং হিজড়া ৪ জনসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার,৭ শত ৫৪ জন।
একখ পর্যন্ত রংপুর ২৪ পীরগঞ্জ ৬ আসেন সাধারণ ভোটার বা প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের লোকজন সবসময়ই মাঠে রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে