সাঘাটায় আ.লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় বোনারপাড়া আওয়ামীলীগ আয়োজিত উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন, এ্যাড, সফুরা বেগম রুমি। বিশেষ অতিথি ছিলেন মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, ফরহাদ আব্দুল্যাহ হারুন, আনোয়ারুল ইসলাম, এ্যাড, সামশীল আরেফীন টিটু প্রমুখ। নির্বাচনী জন সভায় ইসতেহার তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ’লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন এমপি। তিনি বলেন, আমি পূনরায় নির্বাচিত হলে বালাসী ঘাট টানেল নির্মাণ, নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা করবো।