২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

পলাশবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা

আমাদের প্রতিদিন
9 months ago
178


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অব. মেজর মফিজুল হক সরকারের ঈগল প্রতীকের কর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. শওকত আকবর আজম।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের জলিল মেম্বারের বাড়ির পার্শ্বে এক ব্যক্তি চিৎকার করছিল। চিৎকার শুনে কাছে এসে দেখা যায় মোটরসাইকেল রোধ করে তিন-চারজন শওকতকে এলোপাতাড়ি ভাবে তাঁর শরীরে আঘাত করতেছে। লোকজনের সমাগম দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘন কুয়াশার কারণে তাদের চিহ্নিত করা যায়নি।

স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকারের ব্যক্তিগত সহকারি উল্লাস হোসেন জানান, প্রার্থীর বাসায় আমাদের নির্বাচনী মনিটরিং টিমের মিটিং শেষে  শওকত নিজ বাসায় মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। শওকতের হাত ভেঙে গেছে এবং তাঁর শরীরের প্রচুর আঘাত করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী মনিটরিং টিমের সদস্যর ওপর এমন ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth