৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

বীরগঞ্জে পুকুর হতে আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 year ago
387


বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে পুকুর হতে সাকিল হেমরম (২১)নামে এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাকিল হেমরম বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের হোপনা হেমরমের ছেলে।

আজ বুধবার সকালে বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের একটি পুকুর হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

সাকিল হেমরমের বড় ভাই আরিফ হেমরম জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দিনে ট্রাক্টরে শ্রমিকের কাজ শেষে রাতে প্রতিবেশি মৃত সাখাউদ্দিন আহমেদের ছেলে সিদ্দিকুর আলম মোনার পুকুর পাহার দিতে যায় সাকিল হেমরম। কিন্তু পুকুর পাহার দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার সকালে সেই পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। এ সময় জেলেদের জালে তার মৃতদেহ উঠে আসে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতদেহের কোথাও কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth