কুড়িগ্রামের ৭০২ টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর আসন কুড়িগ্রাম-২সহ জেলার ৪টি সংসদীয় আসনের নির্বাচনী প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামন থেকে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মুসফিকুল হালিম ও জেলা নির্বাচন কমিশনার জিলহাস উদ্দিনের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উদ্দিনসহ পুলিশ ও আনছার বাহিনীর সদস্য ও আইনশৃঙখলা বাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সদরের কয়েকটি বুথে এসব সরঞ্জাম রেখে স্ব স্ব প্রিসাইডিং অফিসারদের তাদের স্বস্ব কেন্দ্রের জন্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়।।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়,সদরের কুড়িগ্রাম-২ আসনে ৯১টি কেন্দ্রসহ ৪টি সংসদীয় আসনে ৭০২টি ভোটকেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।