সেবা নিতে এসে বিছানা ভেঙ্গে মেঝেতে পড়লেন রোগী
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
হাসপাতালে ভর্তি রোগীর ভারে বিছানা ভেঙে রোগী মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সরকারী হাসপাতালের বিছানা ভাঙ্গার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা গেছে,উপজেলার মাচাবান্দা ফকিরপাড়া এলাকার নুরনেছা(৫৫) নামের এক নারী ঘাড়ে ব্যাথা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। তাকে মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বিছানায় থাকতে দেয়া হয় এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে। সন্ধায় নুর হাসান(১২) নামে রোগীর ছেলে মাকে দেখতে এসে বিছানায় বসলে বিছানাটি ভেঙে মা ও ছেলে মেঝেতে পড়ে যায়। এতে তারা দুজনই সামান্য ব্যাথ পায়। ভিছানা ভেঙে যাওয়ার ঘটনায় সরকারি হাসপাতালের অবকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃরবিউল ইসলাম জানান,ওই বিছানাটির একটি পা ভেঙে পড়েছে। রোগীর কোন সমস্যা হয়নি। তাৎক্ষণিক ভাঙা বিছানা সরিয়ে নতুন বিছানা দেয়া হয়েছে।