২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

পীরগঞ্জে তৃতীয় বারের মতো এমপি হলেন স্পিকার

আমাদের প্রতিদিন
8 months ago
82


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর-৬ আসনে তৃতীয়বারের মতো  বিজয়ী হলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পীরগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন ও পুরুষ ১ লাখ ৬৪ হাজার ২৫২ এবং তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার ৪ জন। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে শান্তি শৃঙ্খলা ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার পীরগঞ্জে স্পিকারের বাসভবনে প্রেসক্লাবের সাংবাদিক, পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth