৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
136


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১০ জানুয়ারি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ ১০ জানুয়ারি বুধবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা , জাতির জনক বঙ্গবন্ধুর জীবনি তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth