গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের মাঝে ইউএনও'র শীতবস্ত্র বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে অসহায় দুঃস্থ পরিবারগুলো। তাদের মাঝে উষ্ণতা বাড়াতে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নবনীদাস গ্রামে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে খুশি দুঃস্থ পরিবারগুলো। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়।