রংপুর জেলা পুলিশের উদ্যোগে গঙ্গাচড়ায় শীতবস্ত্র বিতরণ
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় টানা তিনদিন ধরে দেখা নাই সূর্যের। বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। যার ফলে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দুঃস্থ অসহায় মানুষগুলো। তাদের মাঝে উষ্ণতা ছড়াতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানা চত্ত্বরে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) রশিদুল হক পিপিএম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান প্রমুখ।