গঙ্গাচড়ায় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা রংপুরের গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর উদ্যোগে তিনি শনিবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একহাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা এ সময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের খোঁজ খবর নেন এবং অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,
র্যাব-১৩ সিইও আরাফাত ইসলাম , গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমানসহ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।