গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে গঙ্গাচড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল থেকে অনুষ্ঠানে দুইশত জন বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়।