২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কুড়িগ্রামে দেড় শতাধিক দু:স্থ পেল গড়ম কাপড়

আমাদের প্রতিদিন
10 months ago
177


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দু:স্থ পরিবারে গড়ম কাপড় বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাঁচপীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সরকার, মধুপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আহাম্মদ আলী, পাঁচপীর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, শিক্ষক মশিউর রহমান ও মোজাম্মেল হক, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন, সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

টানা চারদিন ধরে জেলায় সুর্যের মুখ দেখা যাচ্ছিল না। এসময় শিক্ষার্থীরা নিজেদের পকেটমানি থেকে অর্থ জমিয়ে এসব শীতবস্ত্র এলাকার দু:স্থ মানুষের মাঝে বিতরণ করায় খুশি হতদরিদ্ররা। গড়ম কাপড় পেয়ে খুশি পাঁচপীর স্টেশন এলাকার জমির উদ্দিন জানান, ‘গড়ম কাপড়টা পায়া মোর খুব উপকার হইল। কদিন থাকি ঠান্ডাত খুব কষ্ট হচ্ছিল। ছওয়াগুলাক আল্লাহ ভালো রাখুক।’

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth