৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

পীরগাছায় চৌধুরাণী শিশু সদন ও এতিমখানার উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
220


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় চৌধুরাণী শিশু সদন ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কৈকুড়ী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় শিশু সদন ও এতিমখানার উদ্বোধন করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মফিজুল ইসলাম পাটোয়ারীর সুযোগ্য সন্তান ডাঃ শহিদুল কাদির পাটোয়ারীর তত্বাবধানে এই মাদ্রাসাটি পরিচালিত হবে।

মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে গতকাল শনিবার সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, ওসি তদন্ত সেলিমুজ্জামান, চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান, চৌধুরাণী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল, পবিত্রঝাড় মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম মিলন, হুলাসুগঞ্জ মাদ্রাসার প্রভাষক মুফতি মাসউদুর রহমান, অত্র চৌধুরাণী শিশু সদন ও এতিমখানার মুহতামিম মুফতি আরিফুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হুলাসুগঞ্জ মাদ্রাসার প্রভাষক মুফতি মাসউদুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth