গঙ্গাচড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ সুজন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন রংপুর নগরীর পীরজাবাদ এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, রবিবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) তানজিল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর উত্তর পাশে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করেন।
এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটো সন্দেহজনক মনে হলে অটোটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অটোটিতে যাত্রীবেশে বসে থাকা সুজন মিয়াকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুজন নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।