২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কুড়িগ্রামে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
10 months ago
221


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ২ শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার সন্যাসী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাম মো. মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিহুল আলম হালিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।

এসময় ধরলা নদী পরিবেষ্টিত চর সারডোব ও সন্যাসি গ্রামে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। চলমান এই শীতে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের হাত থেকে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান শীতার্তরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth