২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

গঙ্গাচড়ায় ৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আমাদের প্রতিদিন
7 months ago
642


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় ৪৫ বোতল ফেন্সিডিলসহ সম্পদ মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সম্পদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার  খরখরিয়া জোড়গাছ এলাকার নুর ইসলামের ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নি:) রেজায়ে রাব্বি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষ্মীটারী ইউপির মহিপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করেন।

এসময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি  ১৫০ সিসির লাল রংয়ের মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে মোটরসাইকেলটি থামানোর পর সাক্ষীদের উপস্থিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফেন্সিডিলসহ সম্পদ মিয়াকে আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সম্পদ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়