৫ দিনের সফরে পীরগঞ্জে আসছেন স্পিকার

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
মহান জাতীয় সংসদের স্পিকার ও ২৪, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জে আসছেন। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে দুপুরে পীরগঞ্জে পৌঁছাবেন তিনি। এ সময় এলাকায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানে অংশ নিবেন স্পিকার। ২১ তারিখ দুপুরে সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন স্পিকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান, ইতোমধ্য স্পিকার মহোদয়ের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফরসূচি পেয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।