পীরগঞ্জে শতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি:
“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে আমেরিকা প্রবাসী এক মহিলার সহযোগীতায় কারিগরি প্রশিক্ষন একাডেমীর উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ- সভাপতি বুলবুল আহম্মেদ, সাধার সম্পাদক নসরতে খোদা রানা, সৈয়দপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, কারিগরি প্রশিক্ষন একাডেমীর পরিচালক নুর নাবী রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়,জাতিয় পাটির যুগ্ম সাংগঠনিক মাহফুজুল হক হীরা, সাংবাদিক সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ বিভিন্ন গণ্যমান্যব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।