৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

গঙ্গাচড়ার নোহালীতে ব্যারিস্টার মঞ্জুম আলী'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
1 year ago
189


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ছিন্নমূল অসহায় মানুষের মাঝে  লন্ডন প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোহালী হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে তার ছোট ভাই লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে অসহায় দুঃস্থ পরিবারগুলো। তাদের মাঝে উষ্ণতা বাড়াতে আমার ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী'র উদ্যোগে রংপুর ১ সংসদীয় আসনের গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশন (১-৮ নং ওয়ার্ড) এর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান। এসময় নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth