কুড়িগ্রাম জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অসহায়,দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ৪নং ঘোগাদহ ইউনিয়নে চত্বরে ৫শ কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলায় কাঁঠালবাড়ীতেও শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিনহাজুল ইসলাম আইয়ুব,প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মনিরুজ্জামান রতন প্রমুখ।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম বলেন,কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে ।