২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী ঐক্যজোটের বিভাগীয় প্রস্তুতি সভা

আমাদের প্রতিদিন
8 months ago
546


নিজস্ব প্রতিবেদক:

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি’র রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য এক প্রস্তুতি সভা আজ নগরীর পার্কের মোড়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাস শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার আব্দুর রশিদ, নুরনবী আলী, সাইফুর রহমান মন্ডল, রংপুরের ওফায়েত উল্ল্যা, হাফিজুর রহমান, মেহেদী হাসান ফারুক, নীলফামারী জেলার রবিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার আব্দুল গণি, লালমনিরহাট জেলার আলতাব হোসেন, মহসীন আলী, দিনাজপুর জেলার মাহতাব আলী, ওবায়দুল হক, আয়াতুল ইসলাম, গাইবান্ধা জেলার তৈয়বুর রহমান, রইচ উদ্দিন। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত। বেতন—ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন সময় আশ্বাস—প্রতিশ্রম্নতি দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আগামী ৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়রণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশে সকল শিক্ষকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের নেতৃবৃন্দ ও রংপুর বিভাগের আট উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth