বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বিরল উপজেলা বিএনপি'র আয়োজনে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলীসহ উপজেলা বিএনপি ও অংগসংগঠন সমূহের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফেরদৌস আহমেদ।
বাবুল হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান আজ বেঁচে থাকলে বাংলাদেশে কোন সংকট থাকতো না। রাজনীতি করতে গিয়ে কাউকে জীবন দিতে হতো না, জেল খাটতে হতো না, নির্যাতনের শিকার হতে হতো না।